Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা আওয়ামীলীগের সভা ॥ নির্বাচন পরিচালনা কমিটি গঠন ॥ মাধবপুরে অসমী, চুনারুঘাটে তাহের বাহুবলে আব্দুল হাই দলীয় একক প্রার্থী বিদ্রোহী প্রার্থীকে বহিস্কারের সিদ্ধান্ত ॥ বাহুবলে কুটি ও নিলুফা দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাল ফলাফল অর্জনের জন্য নির্বাচন পরিচালনা ও একক প্রার্থী নির্ধারনে ৩ এমপিকে প্রধান করে জেলা আওয়ামীগের ৪টি টিম গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে ৯টা পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভায় এই কমিটি গঠন করা হয়। একই সাথে ৩টি উপজেলার জন্য একক প্রার্থী ঘোষনা করা হয়েছে। তারা হলেন মাধাবপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, চুনারুঘাট উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের ও বাহুবল উপজেলায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ. হাই। একই সাথে বাহুবল উপজেলায় সোহেল আহমদ কুটিকে ভাইস চেয়ারম্যান এবং লিুফার ইয়াসমিনকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়।
আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি অ্যাডঃ মো. আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমপি অ্যাডঃ আব্দুল মজিদ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ডা. মুশফিক হোসেন চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী, শাহ নেওয়াজ মিলাদ গাজী, অ্যাডঃ সিরাজুল হক চৌধুরী, অ্যাডঃ আবুল ফজল, মোহাম্মদ আলী টিপু, শেখ সামছুল হক, শরীফ উল্লাহ, এডঃ সালেহ উদ্দিন আহমেদ, অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোসহ সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী মাধাবপুর ও বাহুবলে যেহেতু প্রত্যাহারের সময় শেষ হয়েছে, সেহেতু দলের অন্যান্য প্রার্থীদেরকে ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে আসার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি তাদেরকে দলের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেয়া হয়। অন্যাথায় কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বিদ্রোহীদের বিপক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
অন্যান্য উপজেলায় একক প্রার্থী নির্ধারন ও সকল উপজেলায় নির্বাচন পরিচালনার জন্য দলের তিন এমপিকে প্রধান করে ও সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে ৪টি কমিটি গঠন করা হয়। তন্মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি অ্যাডঃ মো. আবু জাহিরকে হবিগঞ্জ সদর, লাখাই, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার দায়িত্ব দেয়া হয়। সাধারন সম্পাদক এমপি অ্যাডঃ আব্দুল মজিদ খানকে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার এবং এমপি অ্যাডঃ মাহবুব আলীকে চুনারুঘাট ও মাধাবপুর উপজেলার দায়িত্ব দেয়া হয়।