Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে জেলা ন্যাপের শোক সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ উপমহাদেশের অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও প্রাক্তন ন্যাপ নেতা এবং গেরিলা বাহিনীর সাব-সেক্টর কামান্ডার সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে জেলা ন্যাপের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সবুজবাগস্থ জেলা ন্যাপের অস্থায়ী কার্যালয়ে ন্যাপ ও গেরিলা বাহিনীর যৌথ আয়োজনে সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভার শুরুতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
হবিগঞ্জ জেলা ন্যাপের সভাপতি ও বীর গেরিলা এডঃ স্বদেশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, ৬৯ এর গণ আন্দোলনে হবিগঞ্জ মহকুমার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এডঃ মোঃ আব্দুল মোত্তালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ন্যাপের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ রফিক আলী, সহ-সভাপতি এডঃ রঞ্জিত কুমার দত্ত, অধ্য গোকুল চন্দ্র দাশ, জেলা আইনজীবি ঐক্য পরিষদের আহ্বায়ক এডঃ সুধাংশু সূত্রধর, চুনারুঘাট উপজেলা ন্যাপের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোঃ সফিউল আলম চৌধুরী, এডঃ প্রসেন জিৎ দে পান্ত, জেলা ন্যাপের কোষাধ্যক্ষ অনুকুল চন্দ্র দাশ। শোক সভায় বক্তাগণ সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য পেশ করেন। সভায় বক্তারা সুরঞ্জিত সেনগুপ্তের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৫ সালে সুনামগঞ্জে জন্ম গ্রহণ করেন। ভাটি বাংলার এই নেতা ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে ন্যাশনাল আওয়ামীপার্টি (ন্যাপ-মোজাফফর) মনোনীত প্রার্থী হিসেবে কুঁড়ে ঘর প্রতীকে এমপিএ নির্বাচিত হন। সুরঞ্জিত সেনগুপ্ত মুক্তিযুদ্ধকালীন সময়ে ন্যাপ-কমিউনিষ্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর ৫নং সেক্টরের অধীনে টেকেরঘাট সাব-সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে অসামান্য অবদান রাখেন। উক্ত শোক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাপ নেতা এডঃ সুশীতল দেব, শিক্ষানবীশ আইনজীবি রাধাকান্ত চক্রবর্তী, মোশাহিদ লস্কর, পবিত্র রঞ্জন দাশ, প্রীতি কুসুম সিংহ, ছাত্র সমিতি সাবেক জেলা আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান, যুব-সমিতির আহ্বায়ক মোঃ আবুল হাসান প্রমূখ।