Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুরঞ্জিত সেনের মৃত্যুতে বানিয়াচংয়ে রতœা উচ্চ বিদ্যালয়ে শোক সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের প্রবীণ রাজনীতিবিদ বর্ষীয়ান সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক এমপি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। গতকাল (রবিবার) বিদ্যালয় মাঠে এক শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, দাতা সদস্য সুশীল চন্দ্র দাশ, শিক্ষক দ্বীপক কুমার দাশ, অবিনাশ চন্দ্র দাশ, প্রদীপ চন্দ্র দাশ, আরতি রাণী দাশ, নিবেদিতা চক্রবর্তীসহ শিক্ষার্থীবৃন্দ। সভায় বক্তারা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বানিয়াচং আজমিরীগঞ্জের সংসদ সদস্য হওয়ার সুবাদে এই এলাকায় রতœা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল প্রতিষ্ঠায় অবদান রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত। ফলে অবহেলিত এই এলাকায় শিক্ষা বিস্তারে তার অবদান অনস্বীকার্য। সভায় সুরঞ্জিত সেনের মৃত্যুতে উপস্থিত সকলেই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা ইউ/পি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এক শোক বার্তায় সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।