Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর থেকে পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সরিয়ে নেয়ার প্রতিবাদে সভা অনুষ্টিত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদর থেকে পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সরিয়ে মনতলা ভবানীপুরে স্থানান্তরের প্রতিবাদে শনিবার রাতে মাধবপুরের সতেচন নাগরিক সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আদাঐর ইউ/পি চেয়ারম্যান ও উপজেলা যুগলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, সাধারন সম্পাদক আশরাফুল আলম টিটু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনোজ কুমার পাল, সাধারন সম্পাদক শাহ মোঃ সেলিম, দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি জীবন কৃষ্ণ বণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, ব্যবসায়ী নেতা দীপক কুমার মোদক, মশিউর রহমান বাদশা, জগদীশ চন্দ্র ঘোষ, দুলাল চন্দ্র মোদক, কাউন্সিলর অজিদ কুমার পাল, আবুল বাশার, আব্দুল হাকিম, বাবুল হোসেন, শ্যামল ঋষি, সাংবাদিক রাজিব দেব রায় রাজু, বিল্লাল হোসেন খাঁন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কাশেম, যুবলীগ নেতা জুয়েল খাঁন, পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান, ছাত্রলীগ নেতা মনির উদ্দিন, সাকিবুল হাসান, আল মামুন নিরব প্রমূখ।
উল্লেখ্য, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীতকণসহ এসডিজি অর্জনের লক্ষে সরকার কারিগরি শিক্ষা প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে ১০০টি উপজেলা সদরে পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহন করেন এ লক্ষে মাধবপুর পৌরসভার গুমুটিয়া মৌজায় ২ একর ২১ শতাংশ জায়গা নির্ধারন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরন করা হয়। কিন্তু ওই প্রস্তাবকে পাস কাটিয়ে উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দুরে ভারতীয় সীমান্ত ঘেষা ভবানীপুর মৌজায় জায়গা নির্ধারণ করে আরেকটি প্রস্তাব পাঠানো হয়। এর প্রতিবাদে উপজেলা সদরের সর্বস্তরের জনসাধারন বিক্ষোভে ফেটে পড়ে।