Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বছরের ন্যায় ২য় বারের মতো এবছরও নবীগঞ্জে অনুষ্ঠিত হলো বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা মেধাবী পর্ব-২। নবীগঞ্জ পৌরসভাসহ বাইরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৬ টি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিযোগি এতে অংশগ্রহণ করে। সকাল ১০ টায় শুরু হয়ে ৪টি বিভাগে বিভক্ত পরীক্ষা শেষ হয় ২টায়। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল, হাতের লেখা, মুক্তিযুদ্ধ ও তথ্য প্রযুক্তি বিষয়ক। সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ও ইয়ুথ সার্কেলের সহযোগিতায় পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন। পরীক্ষা নিয়ন্ত্রক মো: সাইফুর রহমান খান, পরীক্ষা সমন্বয়ক দিনারপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তনুজ রায় এবং প্রতিযোগিতায় বিভিন্নভাবে সহযোগি হিসেবে কাজ করে ইয়ুথ সার্কেলের সদস্যরা। দেশ- বিদেশে অবস্থানরত কিছু শিক্ষানুরাগী ও সমাজসেবকদের আর্থিক সহযোগিতায় নবীগঞ্জের আগামী প্রজন্মের আলোকিত পথের এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। আগামী ৭ই ফেব্র“য়ারি বিকাল ৩টায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হবে। যারা আর্থিকভাবে সহযোগিতা দিয়ে এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছেন তারা হলেন ইচঈউ ট্রাস্ট ইউ,কের চেয়ারম্যান ইফতেখার আলম, অসধৎগচ.পড়স এর চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্ত, ৬নং কুর্শি ইউ পি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, সেন্ট প্যাটরিক্স কলেজ ইউকের লেকচারার আশরাফুল ইসলাম দুলাল, মির্জা আওলাদ বেগ, বিশেষজ্ঞ ডাক্তার খয়রুল ইসলাম হেলাল, সমাজসেবক জুনেদ হোসেন চৌধুরী, শিক্ষানুরাগী গোলাম রাসুল রাহেল চৌধুরী, কবি কুতুব আফতাব, মাহবুবুল কবির, মুক্তিযুদ্ধা ফজর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ শহীদ আলী।