Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জাকজমকভাবে সরস্বতী পূজা অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও গ্রামে জাকজমকভাবে প্রায় হাজারো মন্ডপে বিদ্যাদেবী সরস্বতী পূজা সুন্দর ও শান্তিপূর্নভাবে অনুষ্টিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বুধবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে উক্ত পূজাকে কেন্দ্র করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পূজারীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে উপজেলার শহরসহ ৩ শতাধিক গ্রামে ও শিক্ষা প্রতিষ্টানে আড়ম্বরে বিদ্যা ও শিক্ষা আরাধনায় এ পূজা পালন করা হয়। নবীগঞ্জ ওসমানী সড়কের উদয়ন সংঘ, পৌর এলাকার কানাইপুর তরুন সংঘ, বেগমপুর ফাইভ স্টার যুব সংঘ, নাদাপুর উচ্চ বিদ্যালয়ের হিন্দু ছাত্র-ছাত্রী বৃন্দ, বীনাপানি যুব সংঘ, গোবিন্দ জিউড় আখড়া পূজা, ত্রিনয়না পূজা সংঘ, দেবী পূজা সংঘ, আদিত্যপুর নবজাগরন পূজা সংঘসহ উপজেলায় হাজারো পূজা মন্ডপে জাকজমকভাবে পূজা অনুষ্টিত হয়। নবীগঞ্জ শহর ও পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, রাজিব কুমার রায়, মণীন্দ্র সরকার, বাবলু দাশ, বিধান সরকার, রিপন সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরস্বতী মুর্তিসহ পজেশন সহকারে নবীগঞ্জ শহর প্রদক্ষিন করে বিসর্জনের মধ্য দিয়ে পুজার সমাপ্ত হয়।