Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহেল চৌধুরীর জামিন লাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল আইনশৃংখলা বিঘœকারী মামলায় জামিন পেয়েছেন। গত ৪ জানুয়ারি আইনশৃংখলা বিঘœকারী অপরাধ দমন দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১৪) এর ৪/৫ ধারায় দায়ের করা একটি মামলায় বিজ্ঞ আদালতের বিচারক উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপনসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ১ ফেব্র“য়ারি বুধবার হবিগঞ্জের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে রাহেল চৌধুরী সহ ৭ আসামী জামিন চাইলে আদালতের বিজ্ঞ বিচারক রাহেল চৌধুরী সহ সকলের জামিন মঞ্জুর করেন।
এ প্রসঙ্গে গোলাম রসূল চৌধুরী রাহেল বলেন, ‘আমাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। একটি কুচুক্রীমহলের পরিকল্পিত নগ্ন ও ঘৃন্য রাজনীতির ষড়যন্ত্রের হীনচক্রান্তের বহিঃপ্রকাশই হচ্ছে আমার বিরুদ্বে দায়ের করা এই মিথ্যে মামলা। রাহেল চৌধুরী বলেন, নবীগঞ্জে আমাদের সুদীর্ঘকালের পারিবারিক ও রাজনৈতিক যে ঐতিহ্য এবং সুনাম রয়েছে তা নষ্ট করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ সহ একটি কুচুক্রীমহল সক্রিয় রয়েছে। এবং তারা আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে তথা বিভিন্ন কায়দায় হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন থেকে। এর বাস্তব প্রমান আমার বিরুদ্বে ষড়যন্ত্রকারীদের এই মামলা দায়ের করা। রাহেল চৌধুরী অত্যন্ত দৃঢ়তার সহিত বলেন, আমি নিরপরাধ। বিজ্ঞ আদালতের কাছে আমি সুষ্ট ও ন্যায় বিচার প্রার্থনা করি।