Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মুক্তিযোদ্ধার মেয়েকে বিদেশ পাচার

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মুক্তিযোদ্ধা সমর আলীর মেয়েকে সৌদি আরবে চাকরি দেওয়ার নাম করে পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছে দালালচক্র। এ ব্যাপারে মেয়ের মা রফিয়া বেগম বাদী হয়ে গন্ধবপুর গ্রামের দালাল আবুল কালামের বিরুদ্ধে মাধবপুর থানায় পাচারের অভিযোগ এনে মামলা করেছেন। মুক্তিযোদ্ধা সমর আলীর স্ত্রী রফিয়া বেগম জানান, ৫ মাস আগে গন্ধবপুর গ্রামের আবুল কালাম তার মেয়েকে গৃহকর্মীর চাকরির কথা বলে সৌদি আরব নেয়। সেখানে গিয়ে তার মেয়ে ডলি বেগম (২০) বিপদের সম্মুখীন হলে ৩ শতক জায়গা দেওয়ার শর্তে তার মেয়েকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রতি দেয় চক্রটি। ২ মাস আগে ৩ শতক জায়গা দিলেও তার মেয়ে কোনো সন্ধান মিলছে না। ২ মাস আগে একদিন শুধু তার মেয়ে ফোন করে জানায়, তাকে ৪ লাখ টাকার বিনিময়ে পাচারকারী চক্রের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে। ৫ মাসের মধ্যে এটুকুই ছিল তার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা। মামলার পর পুলিশ আবুল কালামকে চাপ দিলে ডলিকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্র“তি দেয়। কিন্তু এখন পর্যন্ত আদৌ তার মেয়েকে পাবে কিনা এর কোন পদক্ষেপ নেই। মেয়ের এ খবরে মুক্তিযোদ্ধা সমর আলী এখন শয্যাশায়ী। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিকটিমকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে।