Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে এসএসসি পরীক্ষা শুরু ॥ বিলম্বে পেপার ও প্রশ্নপত্র বিতরণ করায় হল শিক্ষকদের শাস্তি দাবী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় নবীগঞ্জ উপজেলায় ৩ হাজার ৫ শত ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম দিনের দিনের পরীক্ষায় ৩ হাজার ৫শত ৩১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। বাকী ১৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি। এছাড়া বৃহস্পতিবারের ১ম দিনের পরীক্ষায় নবীগঞ্জ জে,কে হাইস্কুল কেন্দ্রে দু’টি কক্ষে দায়িত্বরত শিক্ষক বিলম্বে পেপার ও প্রশ্নপত্র ছাত্রদের হাতে দেয়ার অভিযোগ রয়েছে। ফলে ওই কক্ষের পরীক্ষার্থীরা সময়ের কারনে ১টি প্রশ্নের উত্তর লিখতে না পারায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাসহ পুণরায় পরীক্ষা দেয়ার দাবী জানিয়েছেন। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়লে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সুষ্টু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এ ঘটনায় ওই পরীক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্থ ছাত্রদের পুণরায় পরীক্ষা নেয়া এবং দায়ী শিক্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীর জানান। এদিকে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, ভারপ্রাপ্ত ইউএনও জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।