Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি মাহবুব আলীর সাথে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের মতবিনিময়

লন্ডন প্রতিনিধি ॥ গত ৩১ জানুয়ারি মঙ্গলবার লন্ডনের কিংক্রসে ইউরো তান্দুরীতে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে যুক্তরাজ্যে সফররত চুনারুঘাট-মাধবপুরের সংসদ সদস্য মাহবুব আলীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জালাল আহমেদের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র বিশিষ্ট কমিউনিটি

নেতা ফারুক আনছারী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার হাজী আব্দুল মতিন, উপদেষ্টা সাঈদ খান, হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি এম এ আউয়াল, সহ-সভাপতি ও জিআর ফাউন্ডেশন এর চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা আহছান আহমেদ, কোষাধ্যক্ষ মাসুক আহমেদ। সভার শুরুতেই প্রধান অতিথি মাহবুব আলীকে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন গাজীউর রহমান গাজী, গিয়াস উদ্দিন, জালাল আহমেদ, মাসুক আহমেদ। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরন করেন কাজী তাজউদ্দিন আকমল, ইমরুল হোসেন, আফজাল খান, আব্দুল ওয়াহিদ ফরহাদ। চুনারুঘাট এর উপর নিজের লিখা প্রতিবেদনমূলক বই প্রধান অতিথিকে উপহার দেন ইঞ্জিনিয়ার হাজী আব্দুল মতিন। বক্তব্যে রাখেন, আফজাল খান, কাজী তাজ উদ্দিন আকমল, একাউনট্যন্ট ইমরুল হোসেন, শোয়েব মিয়া, মাওলানা বি চৌধুরী শামীম, কার্যকরি সদস্য মুরাদ চৌধুরী, শাহানুর রহমান বাবুল, এ রহমান অলি, ব্যারিস্টার শুভ, তাহির আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন মিসেস রিনা রহমান, আহমেদ ইকবাল সাদেক, সৈয়দ আবদুল ওয়াহেদ, আলাল মহসিন, জুয়েল মিয়া, আব্দুর রহমান, আব্দুল ওয়াহিদ ফরহাদ, দুলাল মিয়া, শহীদ মিয়া, শওকত আহমেদ, সৈয়দ আমিনুর রশীদ, এনটিভির মিডল্যান্ড চীফ ফারছু আহমেদ চৌধুরী, চ্যানেল এস সাংবাদিক কাওছার আহমেদ প্রমুখ। বক্তারা প্রবাসীদের উপর অর্পিত নাগরিকত্ব আইনের প্রবাসীরা যেন কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হন এই ব্যাপারে প্রবাসীদের পক্ষে বিশেষ ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যের প্রতি আহবান জানানো হয়। এমপি যথাযথ ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। এছাড়াও মাধবপুরের ইন্ড্রাষ্ট্রিয়াল এড়িয়ায় পরিবেশ বিপর্যয়, দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এমপি চুনারুঘাট এসোসিয়েশন ইউকে এবং হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বিভিন্ন কর্মসূচির ভূয়শী প্রসংশা করেন।