Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ছোটনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ বললেন ॥ চান্দপুর দারুল সুন্নাত দাখিল মাদ্রাসা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়ন ও বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে চান্দপুর দারুল সুন্নাত দাখিল মাদ্রসা। প্রতি বছর এই মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা দাখিলে উত্তীর্ণ হওয়ার পর হবিগঞ্জের বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামি-দামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন চান্দপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার আজিজ সুপার মার্কেটের স্বত্ত্বাধিকারী মরহুম আলহাজ্ব গোলাম মোস্তফা চৌধুরী। অবশ্য মাদ্রাসার প্রতিষ্ঠা ও ২টি ভবন দান করাসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তার শ্যালক কবি সাহিত্যিক, লেখক বাদশা মিয়া ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ ছোটন। গতকাল মঙ্গলবার মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। একই অনুষ্ঠানে মাদ্রাসার ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা চৌধুরীর সহধর্মীনি সিতারা চৌধুরী, নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ এডুকেশ স্ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপার্সন আবুল কালাম আজাদ ছোটন, ভাইস চেয়ারম্যান হেলাল আহমেদ, ভাইস চেয়ারম্যান ক্বারী আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান অনর উদ্দীন জাহিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান চৌধুরী সোহেল, আওয়ামীলীগ নেতা রফু চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মোঃ মুনির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম চৌধুরী, শেখ সৈয়দ আলী, তৌহিদ মিয়া, সাবেক মেম্বার নুরুল ইসলাম, বর্তমান মেম্বার আবু তাহের, রাসেল মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত আবুল কালাম আজাদ ছোটনের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও প্রধান ও বিশেষ অতিথিসহ সকল অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেন হয়।