Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে পিডিবির ভূতড়ে বিল ॥ গ্রাহকদের মাঝে ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পিডিবির ভূতড়ে বিলের কারণে গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিটার রিডিংয়ের মধ্যে সামঞ্জস্য না রেখেই বিল প্রদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পিডিবি কর্তৃপক্ষের মনগড়া বিলের কারণে গ্রাহকদের দীর্ঘদিন ধরে বাড়তি বিলের বোঝা পোহাতে হচ্ছে। এ নিয়ে শহরে গ্রাহকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শায়েস্তানগর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, তার মিটারে ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি বিল দেয়া হয়েছে।
শহরের ইনাতাবাদ এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, তাদের কারো মিটারে ১০০ ইউনিট, কারোটাতে ১৫০ বা ২শ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। কিন্তু তাদের প্রত্যেককে ২ হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার বিল ধরিয়ে দিচ্ছে পিডিবি। আর এ অতিরিক্ত বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম কাচ্ছেন গ্রাহরা। অভিযোগ রয়েছে অবৈধ টমটম গ্যারেজের ঘাটতি পূরণের জন্য তাদের অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছে। বিদ্যুত অফিসের লোকজন মিটারের রিডিং না দেখেই মনগড়া মতো বিল তৈরি করে গ্রাহকদের দিচ্ছেন। আর এতে অতিরিক্ত বিদ্যুত বিল প্রদান করতে গিয়ে গ্রাহকরা হিমশিম খাচ্ছেন। এ ব্যাপারে বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ দেয়া হলেও এর কোন প্রতিকার করছে না কর্তৃপক্ষ।