Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে মাদক বিরোধী সভা

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলিফ সোবহান চৌধুরী কলেজের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজ গভার্নিং বডি’র সভাপতি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অপারেশসন ও গোয়েন্দা) এনডিসি পরিচালক ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফজলুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল। বক্তব্য রাখেন, কলেক শিক্ষক আব্দুল হাই ভূইয়া, এম শামসুদ্দিন, শিক্ষক সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী বাবুল প্রমুখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দেয়। মাদক মুক্ত দেশ গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। প্রতিটি ছাত্র-ছাত্রীকে দেশ ও জাতির স্বার্থে মাদক থেকে দূরে রাখতে হবে।