Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে শিক্ষা উপকরণ মেলা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার উৎসবমুখর পরিবেশে চুনারুঘাট সদর, শাকিরমোহাম্মদ ও মাধবপুর ক্লাষ্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার কাচুয়া, জারুলিয়া ও রানীগাও ক্লাস্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিটি ক্লাষ্টারের বিদ্যালয় অংশ নিচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তৈরী প্রতি পাঠের উপকরণ নিয়ে অনুষ্ঠিত এ মেলা পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক তাহমিনা খাতুন, পিটিআই সুপার, জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা অফিসার শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটরি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি আবুল খয়ের, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেল ও সাংবাদিক ফোরাম সেক্রেটারি আলা উদ্দিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ। মেলায় শিক্ষার্থী ছাড়াও শত শত অভিভাবক ও দর্শণার্থী অংশগ্রহণ করেন।