Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ সড়কে দুই দল শ্রমিকের সংঘর্ষ ॥ ৩ ঘন্টা যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুর ও আলীগঞ্জে বাস ও টমটম শ্রমিকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বাসসহ ৭টি যানবাহন। এ ঘটনায় ধন মিয়া নামের টমটম শ্রমিক সমিতির এক নেতাকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে ওই সড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে টমটম শ্রমিকদের একটি অংশ চলন্ত বাস থেকে টাকা উত্তোলন করছিল। এ ঘটনায় বাস চেকার টমটম চালক আজিজকে রবিবার মারধোর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বেলা ১২টার দিকে উভয় পক্ষের শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হবিগঞ্জ-ইমামবাড়ি সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত শ্রমিকরা ৭টি যানবাহন ভাংচুর করে।
খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার ওসি অমূল্য চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২ ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।