Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ অনুষ্টিত হয়েছে। গতকাল ২৯ জানুয়ারী রবিবার হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে ২০১৭ সালের বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রেিযাগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আলেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার। হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মোছাঃ ফেরদৌস আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ। এছাড়া বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মনসুর আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ আনোয়ার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং সদস্য রজব আলী, মোঃ আলা উদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোঃ জহিরুল ইসলাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ বদরুজ্জান তালুকদার, মাওঃ মাহবুবুর রহমান, শংকরী বনিক, সাবিনা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, সুধির চন্দ্র দে, সেলিনা আক্তার, শিউলি রানী দাস, তাহমিনা আক্তার, খোদেজা আক্তার, বিপ্লব কুমার দাস, পংকজ কান্তি তালুকদার, আক্তার নাহার পলি, মোঃ দুলাল মিয়া তালুকদার, রওশনারা বেগম, মোঃ আশিক আলী, সুবর্না নার্গিস, কানিজ ফাতেমা, মোঃ আমির আলী, মনী রানী পাল, গৌরী রানী, নার্গিস পারভিন, শিরিন আক্তার, শাহ ফারজানা, ফারজানা চৌধুরী, তাসলিমা আক্তার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন সারা বাংলাদেশে শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির উন্নয়নে বড় অবদান রাখছে। আগামীতে এ সরকার আরো সুযোগ সুবিধা বাড়াবার চিন্তা ভাবনা করছে যেন অভাবের তাড়নায় বাচ্ছাগুলি ঝরে না পড়ে। বিদ্যালযের জে এস সি পরীক্ষার ফলাফর জেনে আমি খুশি হয়েছি এবং বিদ্যালযের মাল্টিমিডিয়ার উন্নয়নে আরো একলক্ষ টাকা প্রদান করব।