Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সেই ভ্যান যাচ্ছে যাদুঘরে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ইমাম শেখের সেই ভ্যান যাচ্ছে জাতীয় যাদুঘরে। রোববার সকালে মানবকণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া) আসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ইমাম শেখের সেই ভ্যানটির মূল্য পরিশোধ করে প্রথমে যশোরের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাটিতে নেয়া হবে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তক্রমে সেই ভ্যানটি নেয়া হবে জাতীয় যাদুঘরে। এছাড়াও ভ্যানচালক ইমাম শেখকে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি দেয়া হবে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনীর তিন কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ দুইজন অফিসার পাটগাতী ভ্যানস্টান্ড থেকে ডেকে নিয়ে যান ইমাম শেখকে। তখনো ইমাম শেখ কিছু বুঝে উঠতে পারিনি। কেন ডেকে নেয়া হলো বঙ্গবন্ধুর মাজার গেটে। কিছু সময়ের মধ্যেই পরিবারের সদস্য নিয়ে গেটে হাজির হলেন প্রধানমন্ত্রী। প্রথমে সামনের একটি ভ্যান পরীক্ষা করে সেই ভ্যানটি ভালো নয় বলে জানিয়ে দিলেন অফিসাররা। এরপর আমার ভ্যানটি পরীক্ষা করার জন্য ডাকা হয়। তখন স্যাররা বলেন এই ভ্যানে যাওয়া যাবে। তখন প্রধানমন্ত্রী পরিবারের সবাইকে নিয়ে আমার ভ্যানে ওঠেন। আনন্দে আমি ভাষা হারিয়ে ফেলি। প্রধানমন্ত্রী আমার সঙ্গে অনেক কথা বলেন। আমি যে কী বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না।
সুত্রঃ দৈনিক মানবকণ্ঠ।