Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিবিয়ানা পত্রিকার প্রকাশকের বোন জামাইর ইন্তেকাল ॥ নবীগঞ্জ প্রেসক্লাব ও দৈনিক বিবিয়ানা পরিবারের শোক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরীর বড় বোনের জামাই ও চুনারুঘাট উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগি রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাফলুর আহমদ চৌধুরী (আরজু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। গতকাল শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যৃকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে স্ত্রীসহ অসংখ্যগ্রনগ্রাহী রেখে যান। আজ রবিবার সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ চুনারুঘাট উপজেলার আলীম উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রথম অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর চুনারুঘাট উপজেলার বড় আবদা শাহী ঈদগাহ মাঠে তার তৃতীয় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরীর বড় বোনের জামাই ও চুনারুঘাট উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাফলুর আহমদ চৌধুরী (আরজু) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশকারী সাংবাদিকগন হলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি এম এ মুহিত, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, আকিকুর রহমান সেলিম, এটিএম জাকিরুল ইসলাম, সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য এম, মছদ্দর আলী, ফখরুল ইসলাম চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, রাকিল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, আশাহীদ আলী আশা, শাহ মনসুর আলী নোমান, শেখ মোঃ শামছুল ইসলাম, মোঃ আবু ইউসুফ, মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, নিয়ামুল করিম অপু, মোঃ আব্দুল কাইয়ূম প্রমূখ।