Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অর্থমন্ত্রীর আগমনে নবীগঞ্জবাসীর প্রত্যাশা

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ আজ শনিবার অনুষ্টিত হতে যাচ্ছে নবীগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যাপিট জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপুর্তি উদযাপন অনষ্টানের সমাপনী পর্ব। অনুষ্টানের শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। তিনি হেলিকপ্টার যোগে পৌর এলাকার কানাইপুর হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল সাড়ে ১০টায় যুগল-কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে ভেন্যুতে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে তিনি অনুষ্টানের শুভ উদ্ধোধন করবেন। অর্থমন্ত্রীর আগমনে নবীগঞ্জবাসীর দাবী-ধাওয়া অনেক। এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, অবকাটামো উন্নয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দাবী রয়েছে। ১৯৯৪ সনের ২৮ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আওয়ামীলীগ আয়োজিত নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে স্মরনকালের এক জনসমুদ্রে ভাষনদানকালে জে কে হাইস্কুলকে সরকারী করনের প্রতিশ্র“তি দিয়েছিলেন। তা আজ বাস্তবায়নের পথে। ইতিমধ্যে উক্ত স্কুলকে সরকারী করনের ঘোষনা দেয়া হয়েছে। জে কে হাইস্কুলের শতবর্ষপুর্তি উদযাপন কমিটির প্রত্যাশা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, একাডেমিক ভবনসহ ২টি ভবন স্থাপনের প্রতিশ্র“তি দিবেন। ওই স্কুলের শিক্ষার্থীদের তুলনায় ভবন নেই। ফলে শিক্ষার্থীদের স্থান সংকুলান হচ্ছে না। এছাড়া নবীগঞ্জে কারিগড়ি কলেজ নেই। এখানে কারিগড়ি কলেজ খুবই জরুরী বলে মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। নবীগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে ঐতিহ্যবাহি শত বছরের পুরনো নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনসহ ২টি ভবন এবং কারিগড়ি শিক্ষা প্রতিষ্টানের দাবী উঠেছে। সকল মহলের দাবী তথ্য ও প্রযুক্তির যোগে বেকারত্ব দূর করতে উপজেলা সদরে একটি কারিগড়ি কলেজ বাস্তবায়নের দাবী প্রধান অতিথি অর্থমন্ত্রীর কাছে। ফলে বেকারত্বে অভিশাপ থেকে রক্ষা পাবে যুব সমাজ। এ উপজেলায় বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুব সমাজ রয়েছে।
উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সম্পদে ভরপুর নবীগঞ্জ উপজেলাবাসী বিপুল সখ্যাক বৈদেশিক রেমিটেন্স ও নবীগঞ্জের মাটির নীচে বিবিয়ানা গ্যাস দেশের অর্থনৈতিক চাকা সচল করে রাখছে। যা সরকারের উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখছে। এছাড়া শতবছরের পুরনো ঐতিহ্যবাহি জে,কে হাইস্কুলের শিক্ষার্থীরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ গণতান্ত্রিক সকল আন্দোলনে অগ্রনী ভুমিকা রেখেছেন। বর্তমানেও দেশ-বিদেশে গুরুত্বপুর্ণ স্থানে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মরত রয়েছেন।