Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইমামবাড়ীতে বাস চেকারদের বিরুদ্ধে টমটম মালিক-চালকদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ টমটম ভাংচুর ও চালকদের নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বাস চেকারদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে ইমামবাড়ী রাজরানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভার আয়োজন করে ইমামবাড়ী টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এতে সভাপতিত্ব করেন মতিউ রহমান চৌধুরী ছানু। বক্তব্য রাখেন, জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হোসেন আখনজি, উমেদনগর-আলীগঞ্জ টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সানু মিয়া, সহ-সভাপতি পীর সিজিল শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সিজিল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আওয়াল মিয়া, প্রচার সম্পাদক মোঃ কাশেম মিয়া, অর্থ সম্পাদক মোঃ কাজল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর মিয়া, মোঃ নির্দন মোল্লা, ইমামবাড়ী টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ জুয়েল মিয়া, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল কাসেম ও তাহির মিয়া। এ সময় উপস্থিত ছিলেন শত শত টমটম মালিক-শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তরা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক টমটমের জন্য নিরাপদ সড়ক ঘোষণা করেন এবং বাস চেকাররা যদি টমটম চালকদের নির্যাতন করে তাহলে আগামী ৪ ফেব্র“য়ারি শনিবার আলীগঞ্জ বাজারে আবারও প্রতিবাদ সভা করা হবে। আন্দোলনের কর্মসূচি হিসেবে গতকাল শুক্রবার সারাদিন হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে টমটমের ধর্মঘট পালন করা হয়েছে।