Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দি সিএনজি গ্যাস ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি গ্যাস ষ্টেশনে ভয়াভহ অগ্নিকান্ড! অল্পের জন্য রক্ষা পেল পুরো গ্যাস পাম্প সহ বিভিন্ন স্থান থেকে গ্যাস নিতে আসা কয়েক শতাধিক ছোট বড় গাড়ি ও নানান পেশার লোকজন। বৃহস্পতিবার দুপুরে জগন্নাতপুর থেকে একটি সিএনজি অট্রোরিক্সা আউশকান্দি গ্যাস ষ্টেশনে আসে। সিরিয়াল শেষে দুপুর দেড়টার দিকে গ্যাস নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ সিএনজিতে আগুন ধরে যায়। এতে ওই ষ্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিক-বেদিক ছোটাছোটি করেন। ওই সময়ে জগন্নাপুর গ্রামের সিদ্দেক মিয়ার পুত্র রুপ মিয়া সিএনজিতে গ্যাস নিতে আসেন। গ্যাস নিয়ে বাহির হওয়ার সময় সিএনজির ওয়ারিংয়ে আগুন ধরে যায়। এতে হৈই হুল্লা শুরু হয়। সিএনজি চালক সাথে সাথে ধাক্কা গাড়িটি ধাক্কা দিয়ে পাম্প থেকে বের করে পার্শ¦বর্তী জমিনে ফেলে দেন। সাথে সাথে ছুটে আসেন গ্যাস পাম্প কর্তৃপক্ষ। তারা তাদের সংরক্ষিত যন্ত্রাংশ দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে নিয়ন্ত্রনে আনেন। এতে সিএনজির প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।