Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এএসপি হলেন হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি নির্মলেন্দু

স্টাফ রিপোর্টার ॥ অফিসার ইনচার্জ ওসি থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন হবিগঞ্জ সদর থানার সাবেক ও বর্তমানে চুনারুঘাট থানায় কর্মরত ওসি নির্মলেন্দু চক্রবর্তী। গত ২৬ জানুয়ারী পুলিশ হেডকোয়াটার এক আদেশে ৮১ জন ওসিকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার এএসপি করা হয়।
নির্মলেন্দু চক্রবর্তী ১৯৯০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। যোগদান পর দীর্ঘদিন সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করে ২০০৬ সালে ওসি হিসেবে পদোন্নতি লাভ করেন। পদোন্নতি পেয়ে অফিসার ইনচার্জ হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। এরমধ্যে সিলেটের ফেন্সুগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর থানা, সিলেটে উসমানী নগর, হবিগঞ্জের বানিয়াচং থানা, ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ, মিশন থেকে ফিরে বানিয়াচং থানায় ও সর্বশেষ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে কর্মরত আছেন। একই আদেশে জেলার বানিয়াচং থানায় বর্তমানে কর্মরত অফিসার ইনচার্জ ওসি অমূল্য কুমার চৌধুরীও এএসপি হিসেবে পদোন্নতি লাভ করেছেন। ২৬ জানুয়ারি সর্বমোট ৮১ জন ওসিকে পদোন্নতি দিয়ে এএসপি করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় কর্মরত ২ ওসি পদোন্নতি লাভ করেন।