Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সূর্য্যরে হাঁসি ক্লিনিক স্থাপন অনুষ্ঠানে-আলমগীর চৌধুরী ॥ মানুষের স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিয়ে সকল প্রকার উন্নয়ন হয়

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মুল। মানুষের স্বাস্থ্যসেবাকে প্রধান্য দিয়ে সকল প্রকার উন্নয়ন কাজ করা হয়। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাওরাঞ্চলে হাসপাতাল নির্মান করে মানুষকে আধুনিক চিকিৎসা প্রদান করা একটা ইতিহাস। এক সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষ কমমুল্যে তাদের শরীরে আধুনিক চিকিৎসার পরীক্ষা করছেন। এর জন্য তিনি শেভরন বাংলাদেশকে ধন্যবাদ জানান। নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী করিমপুর গ্রামে নির্মিত সূর্য্যরে হাঁসি ক্লিনিকে শেভরন বাংলাদেশের অর্থায়নে আধুনিক এক্সরে মেশিন প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এনজিও সংস্থা এসএসকেএস কর্তৃক আয়োজিত রোটারিয়ান বেলাল আহমেদের সভাপতিত্বে ক্লিনিক ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম এবং এম, এস, লিমন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঊপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার, শেভরন এর হেলথ এন্ড মিডিকেল অফিসার শাহানাজ ঊর্মি, শেভরন বাংলাদেশ কমিউনিটি টীম লিডার হাসান ইমাম, সাবেক চেয়ারম্যান ক্লিনিক এডভাইজার কমিটির সভাপতি খালেদ আহমেদ পাঠান। বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ ফজলু মিয়া, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, মহিলা নেত্রী সাংবাদিক নিলুপা ইসলাম নিলু, ল্যাব টেকনিশিয়ান জনি দাস, এক্সরে টেকনিশিয়ান আবুল হোসেন ও এডমিন এসিস্টেন্ট মাহাবুবুর রহমান প্রমূখ।