Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জোরপূবর্ক মাছ ধরায় ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ার নদীতে জোর পূর্বক মাছ মারার ঘটনায় ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, উল্লেখিত গ্রামের সমছু মিয়া ১ সনের জন্য সরকাররী খাজনা দিয়ে মাছ নিধন করে আসছেন। গত কয়েকদিন ধরে একই গ্রামের জিতু মিয়া চান মিয়া, ইমান মিয়া গংরা সমছু মিয়ার কাছে ৪ লাখ টাকা চাদা দাবি করে। চাদা না দেয়ায় উল্লেখিতরা তাদের ক্ষমতার জোর কাটিয়ে বুধবার রাতে নদীতে মাছ ধরতে যান। পরে সমছু মিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরের তাদের বিরোদ্ধে লিখিত অভিযোগ দাখিল করলে গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্রে কুমার নাথ এর নেতৃত্বে ইনাতগঞ্জ ফাড়ি একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছ মরার জাল ও নৌকা জব্দ করেন এবং মাছ মরার সাথে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলার চানপুর গ্রামের প্রমোদ বর্মনের পুত্র আমেদ বর্মন (৩২) ও স্বপন বর্মন (৪৫) নামের ২ জনকে আটক করে তার অফিসে নিয়ে আসেন। বিকেলে ভ্রামম্যান আদালত পরিচালনা করে ২ জনকে বিশ হাজার টাকা জরিমান আদায় করে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।