Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঐতিহ্যবাহী নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন অনুষ্টান আজ শুরু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘ প্রতিক্ষার পর নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জে.কে (যুগল-কিশোর) উচ্চ বিদ্যালয় এর শতবর্ষপুর্তি উৎসব শুরু হচ্ছে আজ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান। ১৯১৬ সালে প্রতিষ্টিত বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্টান আজ ২৭ জানুয়ারী শুক্র শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হবে। বিকাল ২.৩০ মিনিটে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীর উদ্বোধন করবেন এমপি মুনিম চৌধুরী বাবু। আগামীকাল শনিবার মূল অনুষ্টানে ২য় দিনে সকাল ১০টায় অনুষ্টানে হেলিকপ্টার যোগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি পৌর এলাকার কানাইপুর হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল সাড়ে ১০টায় জেকে উচ্চ বিদ্যালয় মাঠে ভেন্যুতে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি অনুষ্টানের শুভ উদ্বোধন করবেন। বিকাল ৩ টায় স্মৃতিচারন অনুষ্টান ও সন্ধ্যায় বিশিষ্ট কন্ঠশিল্পী শাহনাজবেলী ও আশিকসহ অতিথি শিল্পীদের পরিবেশনায় ঝমকালো সাংস্কৃতিক অনুষ্টান। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের অকান্ত শ্রমে প্রস্তুত হয়ে উঠেছে এ উৎসব। বিদ্যালয় মাঠে তৈরী করা হয়েছে বিশাল মঞ্চ ও প্যান্ডেল। স্থান পেয়েছে নানা স্টল। মাঠের সামনে রয়েছে সুসজ্জিত গেইট, রঙ-বেরঙের তোরণ, ব্যানার পেষ্টুন। বিদ্যালয়ের অভ্যন্তর এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। শতবর্ষ পুর্তি অনুষ্টানকে সফল করতে নবীণ ও প্রবীন শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্টান উদযাপন কমিটির সূত্রে জানা যায়, এ আয়োজনকে সফল করতে ৬০টি ব্যাচে ২ হাজার শিক্ষার্থী রেজিস্টেশন করেছে।