Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে টমটম চার্জের নামে ৪ লাখ টাকার বিদ্যুৎ চুরি ॥ নুরুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে টমটম চার্জ দেয়ার ঘটনায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২৪ জানুয়ারী রাতে বিদ্যুৎ বিভাগ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পৌর এলাকার সফিক আলীর পুত্র। এ সময় তার ভাই ফয়জুল ইসলাম পালিয়ে যায়। এ ব্যাপারে ৪ লাখ টাকা মুল্যের বিদ্যুৎ চুরির অবিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মহিবুল আজাদ বাদী হয়ে গতকাল হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামছু-ই আরেফীন ও হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সুরুজ আলীর নেতৃত্বে ২৪ জানুয়ারী রাতে শহরের আনোয়ারপুর বাইপাস রোড সংলগ্ন বিদ্যুৎ গ্রাহক শফিক আলীর পুত্র ফয়জুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির আঙ্গিনায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়া অবস্থায় ১৮টি টমটম পাওয়া যায়। ৩ মাস ধরে এসব টমটম প্রতিদিন চার্জ দেয়া হয় উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের হিসেব অনুযায়ী ওই সময়ে ৪ লাখ টাকা মুল্যের বিদ্যুৎ ব্যবহার হয়েছে উল্লেখ করে মামলায় ক্ষতিপুরণ দাবী করা হয়।