Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দরিদ্র জনগোষ্ঠিকে সু-শিক্ষায় শিক্ষিত করাই বর্তমান শেখ হাসিনার লক্ষ-ডাঃ মুশফিক

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার ২নং আহমদাবাদ ইউনিয়নের আমুরোড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২নং আহমদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরীর সভাপত্বিতে ও অধ্যক্ষ আলাউদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক ও সামাজিক অর্জন ও গউএ অর্জনের মাধ্যমে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দরিদ্র জনগোষ্ঠিকে সু-শিক্ষায় শিক্ষিত করাই বর্তমান প্রধানমন্ত্রীর লক্ষ। দেশের অগ্রযাত্রা আরো উন্নত হচ্ছে। কিন্তু ইসলামের নামে সেই পরাজিত শক্তিরা সেই রাজাকাররা একটা বিশৃংখলা সৃষ্টি করছে। ৩০ লাখ শহীদের রক্তে ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ আমারা পেয়েছি তা এখনো কিছু পাকিস্তানি দালালরা এ দেশকে ধ্বংস করে দিতে চায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়াম্যান মোঃ আবু তাহের, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ওয়ার্ড সালেহা বেগম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেম্বার হাছান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। পরে প্রধান অতিথি কলেজের দ্বিতল ভবন নির্মানের প্রতিশ্র“তি দেন। তিনি চুনারুঘাট উপজেলার পরিষদ সংলগ্ন হিন্দুদের পূজা মন্দির ও মেলা অনুষ্ঠান পরিদর্শন করেন এবং চুনারুঘাট এবং বাহুবল উপজেলায় বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কর্ম ব্যস্ত সময় অতিবাহিত করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন তার ব্যক্তিগত সহকারী মোঃ মিলন হোসেন।