Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৪ শিশু হত্যা রহস্য উদঘাটনের স্বীকৃতি পেলেন মাধবপুর থানার ওসি মোকতাদির

স্টাফ রিপোর্টার ॥ প্রেসিডেন্ট মেডেল প্রাইজ (পিপিএম) পুরস্কার গ্রহন করেছেন চৌকশ পুলিশ কর্মকর্তা মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোকতাদির হোসেন রিপন। গতকাল ২৩ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক ব্যাচ পরিয়ে দেন। ২০১৬ সালে প্রশংসনীয় কাজের জন্য তিনি বিভাগে পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম পদকের জন্য মনোনীত হন। দক্ষতা ও সাহসিকতার সাথে দেশে হবিগঞ্জ তথা দেশে-বিদেশে আলোচিত বাহুবলে ৪ শিশুকে শ্বাষরোধে হত্যা রহস্য উদঘাটন এবং দ্রুততম সময়ের মধ্য আসামিদের গ্রেফতার করে পুলিশ বিভাগসহ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়ে ছিলেন। এছাড়া তিনি মাধবপুরে ট্রিপল মার্ডার মামলার আসামিকে গ্রেফতার করের আলোচিত হন। এ জন্য তিনি এ পদকের জন্য মনোনীত হন। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেয়েছেন মাধবপুর থানার ওসি মুক্তাদির হোসেন। পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পদক তুলে দেন। মোকতাদির হোসেন রিপন ২০০১ সালে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন। ২০১২ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে সিআইডি হেড কোয়াটার, জাতি সংঘ শান্তিরক্ষা মিশন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় ও বর্তমানে মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এবার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদক পেয়েছেন ২৬ জন, বিপিএম সেবা ২৪ জন, প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন ৪১ জন, পিপিএম সেবা পেয়েছেন ৪১ জন। সর্ব মোট ১৩২ জন কর্মকর্তা বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।