Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুক্তরাজ্য এডুকেশন ট্রাস্টের জাকজমকপূর্ণ মেধাবৃত্তি প্রদান ও স্বরণিকা প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের অষ্টম মেধাবৃত্তি প্রদান ও হৃদয়ে নবীগঞ্জ স্বরণিকা প্রকাশ অনুষ্ঠান ঝাকজমকপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ জে কে হাই স্কুল প্রাঙ্গনে এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী’র পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ছোটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। মুখ্য আলোচক ছিলেন, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এর মহাপরিচালক অতিরিক্ত সচিব বন মালী ভৌমিক। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এডিসি সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য নবীগঞ্জ এডকেশন ট্রাস্ট এর ভাইস চেয়ারপার্সন হেলাল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারপার্সন ক্বারী আব্দুস সালাম, সাবেক চেয়ারপার্সন চৌধুরী অনর উদ্দিন জাহিদ, সাবেক ভাইস চেয়ারপার্সন শামছুদ্দিন আহমদ এমবিই, কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদ দীপক, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইমলাম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান ও যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের ট্রাস্টি মোঃ মহিবুর রহমান হারুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ গতি গোবিন্দ্র দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ খাঁন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য নবীগঞ্জ এডকেশন ট্রাস্ট এর মেম্বারশীপ সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান চৌধুরী সোহেল, ট্রাস্টি মাওঃ আব্দুল হালিম, আজিজুর রহমান, সুলতানা বেগম, আউশকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, নবীগঞ্জ জে কে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, কাউন্সিলর জায়েদ চৌধুরী, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, রোকেয়া বেগম, দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সভাপতি শাহ আশ্রব আলী, সাবেক প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া জায়গীরদার, কবি ও সাংবাদিক শহিদুজ্জামান চৌধুরী, উজ্জল দাশ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে মাওলানা আব্দুল হালিম কোরআন তেলাওয়াত ও পল্টন চক্রবর্তী গীতা পাঠ করেন। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল, প্রাইমারী স্কুল, মাদ্রাসাসহ মোট ৪৩টি প্রতিষ্টানের ২২৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার করে টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের অষ্টম মেধাবৃত্তি প্রদান ও হৃদয়ে নবীগঞ্জ স্বরনিকা প্রকাশ অনুষ্ঠানটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন টাওয়ার ইউটিলিটির ম্যানেজিং ডাইরেক্টর ও যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের ভাইস চেয়ারপার্সন হেলাল আহমদ চৌধুরী। অনুষ্ঠান শেষে হেলাল আহমদ চৌধুরীর বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।