Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে একাধিক মামলার পলাতক আসামী ওয়াহিদ গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রাম থেকে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী আব্দুল ওয়াহিদকে গতকাল শনিবার বিকেল ৩ টায় গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ওয়াহিদকে তার নিজ বাড়ি থেকে নবীগঞ্জ থানার এস.আই প্রদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। নবীগঞ্জে যৌথ ব্যবসার পুজি আত্মসাত ও ব্যবসার চাল চুরির অভিযোগে দায়েরককৃত মামলায় আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। ব্যবসায়িক পার্টনার ডিড রাইটার বিভু আচার্য্য বাদী হয়ে আদালতে পৃথক ৪টি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, মুকিম আলীর পুত্র আব্দুল ওয়াহিদ একজন ব্যবসায়ী হওয়ায় বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীর সাথে সুসম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিভু আচার্য্য ও মাছুম চৌধুরীকে লাভজনক ব্যবসার প্রলোভন দেখিয়ে ব্যবসার অংশীদার করে ওসমানী রোডস্থ একতা ট্রেডার্স নামীয় একটি ধান-চাউলের আড়ৎ খুলেন। নবীগঞ্জ প্রাইম ব্যাংক থেকে ২৫ লাখ টাকা ঋণ উত্তোলন করা হয়। কিন্তু আব্দুল ওয়াহিদ ওই ২৫ লাখ টাকা ব্যবসার কাজে বিনিয়োগ না করে নিজ কাজে ব্যবহার করে। পরবর্তীতে ৩ পার্টনারের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে প্রাইম ব্যাংক থেকে উত্তোলিত টাকার জন্য আব্দুল ওয়াহিদকে চাপ প্রয়োগ করলে তাহার পিতা মুকিম আলী ও ভাই সহিদ মিয়া কিছুদিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ করবে বলে আশ্বস্থ করেন এবং ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ এবং ব্যবসায়ের মুল পুঁজি ১৫ লাখ টাকা লাভসহ হিসাব বুঁিজয়ে দিবে বলে করবে বলে অঙ্গীকার করে। পরবর্তীতে পাহাড়াদারকে ভয়ভীতি দেখিয়ে রাতের আধারে ১৯৬ বস্তা চাউল চুরি করে নেয়। এ ঘটনায় বিভু আচার্য্য হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পৃথক পৃথক ৪টি মামলা দায়ের করেন। এক পর্যায়ে আদালত ওয়াহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।