Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যেভাবে কাজ শুরু হয়েছে এভাবে শেষ হলে সড়কের আয়ু বেশী দিন স্থায়ী হবেনা বলে সচেতন মহল মনে করছেন। আর এতে করে জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, ওই সড়কটি নির্মাণ কাজের টেন্ডার দেয়ার দীর্ঘদিন পর কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। আগের পিচঢালা ভেঙ্গে নতুন করে কাজ করার কথা থাকলেও এক্ষেত্রে কোন কোন স্থানে আগের পাকা সড়কের উপর মাটি ও বালি দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। এছাড়া নির্মাণকাজে নিম্নমানের মাটি, বালি ও পাথর ব্যবহার করা হচ্ছে বলেও স্থানীয়রা জানান। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা আমলে নিচ্ছেন না। সড়ক নির্মাণ কাজে বড় ধরণের পুকুর চুরি হচ্ছে বলে মন্তব্য করেন অনেকেই। এভাবে কাজ শেষ করা হলে বেশীদিন স্থায়ী হবেনা বলে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্টানের ফিল্ডে দায়িত্বরত লোকজনের কাছে নির্মান কাজের ওয়ার্ক অর্ডার দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয়। কাজের গুণগত মান দেখভাল করার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা রহস্যজনকভাবে চোখ-কান বন্ধ রেখেছেন বলে স্থানীয়দের অভিযোগ। তারা কাজের গুণগত মান বজায় রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।