Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাসায় হামলা, গুলির অভিযোগে দায়েরী মামলায় ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় ৭ জনের গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। গত ৪ জানুয়ারী দ্রুত বিচার আদালতের বিচারক এ গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন। গ্রেফতারী পরোয়ানা ভূক্তরা হচ্ছে- উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, সেনু মিয়া, মুহিবুল মিয়া, শাজাহান মিয়া, শাহীন মিয়া ও রুহিন মিয়া। মামলার বাদী হচ্ছেন-নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের সামছু চৌধুরীর ছেলে রায়হান চৌধুরী।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৬ সনের ১২ মার্চ দুপুর ২টার দিকে দিবালোকে আসামী সোহেল আহমদ চৌধুরী রিপনসহ ৮/৯ জন আগ্নেয়াস্ত্র নিয়ে বাদী রায়হান চৌধুরীর শেরপুর রোডস্থ বাসায় হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় হামলাকারীরা পিস্তল ও বন্দুক দিয়ে অবৈধভাবে গুলি ছুড়ে হোন্ডা কার (নং-ঢাকা মেট্রো-ক-১১-০৭৮২) এর গাড়ীর গ্লাস ও ঘরের ভিতরে থাকা সুকেস, আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটপাট করে। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দেয়। এ ঘটনায় রায়হান চৌধুরী বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (দ্রুত বিচার আদালত) আদালতে মামলা নং-৬ দায়ের করেন। মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়। পুলিশ তদন্তক্রমে ফাইনাল রির্পোট দেয়। পরে বাদী রায়হান চৌধুরী প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজী প্রদান করেন। নারাজী আবেদনের প্রেক্ষিতে গত ৪ জানুয়ারী শুনানী শেষে বিজ্ঞ আদালত দ্রুত বিচার আইন-২০০২ (সংশোধিত-২০১৪) এর ৪/৫ ধারায় মামলাটি আমলে নিয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন।