Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলার মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার মোবাইল ফোন রিটেইলার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায় প্রসার, ব্যবসায়ীদের মাঝে সু-সম্পর্ক স্থাপন ও ব্যবসায়ীদের সুখে-দুঃখে একে অপরকে সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশন, হবিগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২০ জানুয়ারি শুক্রবার স্থানীয় এম. সাইফুর রহমান অডিটরিয়ামে মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আয়োজিত সাধারণ সভায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে মোবাইল ফোন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সভার প্রথম পর্যায়ে এসোসিয়েশনের গঠন প্রক্রিয়া নিয়ে, বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা হয়। জুম্মার নামাজের বিরতের পর ২য় পর্বে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ২ বৎসর মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় পিয়াইম টেলিকমের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ সারোয়ার হোসেনকে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মর্তুজা ইমতিয়াজ, সহ-সভাপতি বাবুল পাল, সহ-সভাপতি হানিফ মোহাম্মদ শোয়েব, সহ-সভাপতি মোঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক শহীদ আহাম্মদ চৌধুরী জুয়েল (আর.এ মোবাইল জোন), সহ-সাধারণ সম্পাদক সাজিউর রহমান চৌধুরী মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরব আলী সর্দার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার চৌধুরী সমুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালিব বাচ্চু, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বাবু তপন দেব, সহ-অর্থ সম্পাদক আশফাকুল বর চৌধুরী আবদাল, সাহিত্য-শিক্ষা সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এম এ মান্নান দুলাল, সহ-সাহিত্য সম্পাদক মোঃ রুবেল আহমেদ, আইটি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সুমন আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ দুলাল মিয়া, সহ-দপ্তর সম্পাদক বাবু অজিত দেব, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ খাঁন, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে-মোঃ হারুনুর রশীদ চৌধুরী, মোঃ আঃ বাছিত ময়না, মোঃ জুয়েল মিয়া, সৈয়দুল হাসান জিয়া, রুহুল আমিন মিজান, হামিদুল হক শিপন, মোঃ নজরুল ইসলাম, মোঃ জহুরুল ইসলাম মিলন, মোঃ সোফায়েল আহমদ রিমন, নীহার রঞ্জন বীর, লুৎফুর রহমান। এছাড়াও বিভিন্ন উপজেলার মোবাইল ফোন ব্যবসায়ীরা সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তৃতা রাখেন।