Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ভূমি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বড় ভাইয়ের ভূমি উপর লোলুপ দৃষ্টি দিয়েছে ছোট ভাই। এ ঘটনায় বড় ভাই বাদি হয়ে ছোট ভাই সহ ২ জনের বিরুদ্ধে হবিগঞ্জ অতিরিক্ত জেলা হাকিম আদালতে একটি মামলা দায়ের করেছেন। জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সকালে বড় ভাইয়ের জায়গায় ছোট ভাই একটি প্রতিষ্ঠানের লোকজন নিয়ে জোর পূর্বক স্থাপনা নির্মান করতে গেলে এ নিয়ে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে দাড়ায়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গত ১৬ জানুয়ারি উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হাই বাদী হয়ে একটি প্রতিষ্ঠানের মালিক মোঃ আতিকুর রহমান ও বড়ধলিয়া গ্রামের মোঃ আলাউদ্দিনের নামে একটি অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া শান্তি শৃংখলা রক্ষার্থে ওসি মাধবপুরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। আদালতে দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার বড় ধলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হাইয়ের বড় ধলিয়া মৌজার সাড়ে ৪ শতক জায়গার উপর দৃষ্টি পরে তার ভাই আলাউদ্দিনের। আলাউদ্দিন একটি প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে তার ভাইয়ের জমিতে জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র আঁচ করতে পেরে বড় ভাই আব্দুল হাই আদালতে একটি মামলা করে। মামলা করলেও শুক্রবার সকালে আলাউদ্দিনের লোকজন জায়গাটি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর জানান শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ সর্তক রয়েছে।