Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাউয়াছড়া বনের শতবর্ষ পূর্তি

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ বন্যপ্রাণী অবমুক্ত, বৃক্ষ রোপন, শোভাযাত্রা ও আলোচনাসভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মধ্যবর্তী লাউয়াছড়া সংরক্ষিত বনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। শ্রীমঙ্গল নিউজ কর্ণার ও সুহৃদ শ্রীমঙ্গলের উদ্যোগে এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষন বিভাগ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগীতায় শুক্রবার দুপুর ১২টায় লাউয়াছড়া বনের ভিতরে বের হয় শোভাযাত্রা। বনের ভিতরে রোপন করা হয় শতবর্ষী বট বৃক্ষ, অবমুক্ত করা হয় ১টি মেছো বাঘ, ২ গন্ধগকুল ও বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি পাখি। পরে অনুষ্টিত হয় আলোচনা সভা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী, বিভাগী বন কর্মকর্তা মিহির কান্তি দে, পরিবেশ সংরক্ষনবিদ সিতেশ রঞ্জন দেব, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিছ আলী। এ সময় বক্তব্যদেন অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও প্রধান শিক্ষক জহর তরফদার। বিকেলে অনুষ্টানের ২য় পর্বে পরিবেশ ও লাউয়াছড়া বন নিয়ে সংবাদ পরিবেশন করে গুরুতপূর্ণ ভুমিকা রাখায় ২০ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক জীব বৈচিত্রের আধার লাউয়াছড়া বনকে শতবছর নয় হাজার বছর স্থায়িত্ব করার জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। উল্লেখ্য ১৯১৭ সালের ২০ জানুয়ারী তৎকালীন আসাম সরকার এই বনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষনা করে।