Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে অতিরিক্ত শিক্ষা সচিব ইকবাল খান চৌধুরী- প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে দেশের কল্যাণে কাজ করে যাব

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত হিসেবে সচিব ইকবাল খান চৌধুরী বলেছেন- যে মাটিতে জন্ম হল সে মাটির ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। আমি বানিয়াচংয়ের সন্তান, আমি যেখানে যে অবস্থায়ই থাকি না কেন আমার চিন্তা চেতনার মধ্যে বানিয়াচং জাগ্রত থাকে। তিনি বলেন-আমরা যারা ভাল পড়ালেখা করি, সবাই ঢাকা এরপর ইউরোপসহ বিভিন্ন দেশে পাড়ি জমাই। এরপর আমাদের গ্রাম, মা-বাবা পরিবার-পরিজনদের খোঁজ খবর রাখি না। এটা ঠিক নয়, আমাদের মেধা দেশে থেকেই কাজে লাগাবো, প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে বানিয়াচং তথা দেশের কল্যাণে কাজ করে যাব। তাহলেই দেশ হবে সমৃদ্ধ এবং বিশ্বের দরবারে আমরা উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তিনি বলেন-বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বদ্ধ পরিকর। এ লক্ষে সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য যখন যেখানে যা প্রয়োজন তা করে যাচ্ছে। তিনি আরো এলন-আমি যে মন্ত্রণালয়েই থাকি না কেন আমার যখই কোন সুযোগ আসবে বানিয়াচং আইডিয়েল কলেজের জন্য কাজ করে যাব। গতকাল বানিয়াচং আইডিয়েল কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষা প্রসারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এর সর্ম্পক এবং ষ্টেকহোল্ডার্সদের ভূমিকা শীর্ষক আলোচনা  ও মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক জসিম উদ্দিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুনসুর আলম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সদস্য সচিব ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, বিপূল ভূষণ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছফিউল্লাহ সরকার, ৪ নং ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ১২ নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান এনাম খান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মোঃ সাহেদ আলী, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ছালামত আলী খান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল হামিদ তালুকদার, আব্দুল মুকিত লস্কর। ছাত্রীছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ সোহাগ মিয়া ও গোলজাহার বেগম। মানপত্র পাঠ করেন অত্র কলেজের ছাত্র মোঃ মুবিন আহমেদ। শেষে কলেজের পক্ষ থেকে বিভিন্ন দাবী নিয়ে প্রধান অতিথি’র কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।