Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হুইফের শুভেচ্ছা বিনিময়

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দশম জাতীয় সংসদের সরকারদলীয় হুইফ আলহাজ্ব শাহাব উদ্দিন বলেছেন, দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা বিফল হয়েছে। জামায়াত-শিবিরের পরিকল্পিত হত্যাকান্ড, সন্ত্রাস ও নৈরাজ্য ব্যার্থ হয়েছে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্ব-নির্ভর বাংলাদেশের অভিযাত্রা সফল হয়েছে। শুক্রবার রাতে মহাসড়কের গোপলার বাজারস্থ টোলপ্লাজায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাধারন সম্পাদক আবু সিদ্দিক, চেয়ারম্যান সমিতির সভাপতি ও আওয়ামীলীগ সহ-সভাপতি ইজাজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ বাছিত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইউপি চেয়ারম্যান এডভোকেট মাছুম আহমদ জাভেদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রীবন্দ্র কুমার পাল, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল মুহিত চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি লোকমান আহমদ খাঁন, সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, প্রবাসী কমিউনিটি লিডার শাহ মোস্তাক আহমদ, আওয়ামীলীগ নেতা লোকমান খাঁন, যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার, যুবসংহতি নেতা রঞ্জু দেব, এক্সপ্রেসের ষ্টাফ রিপোর্টার, কিবরিয়া চৌধুরী, সাংবাদিক বুল বুল আহমদ, আওয়ামীলীগ দপ্তর সম্পাদক বিধান ধর, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবের হোসেন চৌধুরী, মছদ্দর আলী, বদরুল ইসলাম বকুল, ফজলুল করিম, শেখ তারা মিয়া, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অহি দেওয়ান চৌধুরী, যুবলীগ নেতা রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, আলহাজ্ব খয়রুল বশর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহবায়ক ও তরুন ব্যবসায়ী গোলাম রসুল চৌধুরী রাহেল, মফিজ আহমদ, জায়েদ চৌধুরী, যুবলীগ নেতা খরসু মিয়া, আবদুল মুকিত, এম এ সালাম, দুরুদ মিয়া, শামীম আহমেদ, শাহজাহান, লিটন দেব, মাছুম আহমদম, দিলাওয়ার মিয়া, ঝুনু আহমেদ, লাল মিয়া, জুবায়ের, মনছুর আহমদ প্রমূখ।
উল্লেখ্য, মৌলভী বাজার-১(বড়লেখা-জুড়ি) আসনের তিনবারের নির্বাচিত সাংসদ হুইফ আলহাজ্ব শাহাব উদ্দিন ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শুক্রবার রাত ৯টায় উল্লেখিত স্থানে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন।