Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘ঘাম রক্ত বাঁচায়’ এই শ্লোগানকে সামনে রেখে শুরু হলো বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল বিদ্যালয়ের গরমতলা মাঠে ৩দিন ব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার। এ সময় আমিন্ত্রত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ সাহেদ আলী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ সাহেদ মিয়া, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক আহমদ আলী, গোলাম রব্বানী, আব্দুল হামিদ, খেলা চক্রবর্তী, পারভীন আক্তার খানম, দ্বীপক কুমার, নানু মিয়া, সাইদুর রহমান চৌধুরী, সুকেশ চন্দ্র পাল, কাজল মিয়া, ইমদাদুল হক, আব্দুল হাই, আমিনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, জাহিদুল ইসলাম চৌধুরী। ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, গোলক, চাকতি, বর্শা, স্মৃতি পরীক্ষা, ভলিবলসহ বিভিন্ন ইভেন্টে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আগামী ১৯ জানুয়ারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।