Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে ট্রাক্টর চাপায় শিশু নিহত ॥ পরিবারের দাবী ট্রাক থেকে ফেলে মারা হয়েছে

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ পইলে ট্রাক্টর চাপায় রাহুল নামে ৮বছরের এক শিশু ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে শিয়ালদাড়িয়া-পাঁচপাড়িয়া সড়কের পইল গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাহুল পইল গ্রামের নিম্বর আলীর ছেলে। সে পইল শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি বিভাগের ছাত্র ছিল। তবে নিহত রাহুলের পরিবারের দাবী তাকে ট্রাক্টর থেকে ফেলে মারা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি মাটিবোঝাই ট্রাক্টর শিয়ালদাড়িয়া পাঁচপাড়িয়া থেকে পইল রোডে যাচ্ছিল। এসময় গাড়িটি রাহুলকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এদিকে নিহত রাহুলের বাবার অভিযোগ, তার ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ট্রাক চালক সাজিদ মিয়ার ট্রাকে উঠে। একপর্যায়ে সাজিদ তাকে ট্রাক থেকে নামতে বলে। এসময় তার ‘কথা অমান্য করায়’ রাহুলকে ‘ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয়’ সাজিদ। এসময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম বলেন, ট্রাক্টর চাপায় একটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি।