Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমেরিকা প্রবাসী যুবকের ফেইজ বুকে প্রেম ॥ দেশে এসে প্রেমিকসহ থানা হাজতে ॥ পরে জিম্মায় মুক্তি

স্টাফ রিপোর্টার ॥ ভালবেসে বিয়ে করেও সংসার করা হল না শহরের শায়েস্তানগর এলাকার আমেরিকা প্রবাসি এক যুবকের। পরিবারের অমতে বিয়ে করায় প্রেমিকাসহ ওই যুবককে যেতে হয় থানা হাজতে। পরে উভয়ের অভিবাকের জিম্মায় চেড়ে দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার আমুরোড গ্রামের বাসিন্দা আমেরিকায় দুর্বৃত্তদের হাতে নিহত মরহুম ইমাম আলাউদ্দিন আখঞ্জির পুত্র আমেরিকা প্রবাসি তাজ উদ্দিন আহমেদ আখঞ্জি (২২) এর সাথে এক বছর আগে ফেসবুকে পরিচয় হয় শহরের শায়েস্তানগর পইল সড়কের বাসিন্দা যুবতী (২০) এর। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চলতে থাকে একে অপরের ঘনিষ্ঠতা। এক পর্যায়ে প্রেমিক তাজকে প্রেমিকা জানায়, তাকে অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। এ খবর শুনে এক সপ্তাহ আগে তাজ আখঞ্জি দেশে ফিরে আসে এবং প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। পরে ঢাকায় তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয় বলে দাবী করে প্রেমিক তাজ উদ্দিন আখঞ্জি। গত রবিবার নব-বিবাহিতা স্ত্রীকে নিয়ে তাজ আখঞ্জি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় তার বোনের বাসায় আসে। তাদের আসার খবর পেয়ে তাজের বড় ভাই রাত ১২টায় প্রেমিক যুগলকে সদর থানা পুলিশের হাতে তুলে দেন। পরে বিষয়টি সামাজিকভাবে মিমাংসা হওয়ায় প্রায় ১৯ ঘন্টা পর গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় মুছলেকা রেখে উভয় অভিভাবকের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, বড় ভাইয়ের অভিযোগে তাদের আটক রাখা হয়েছিল। বিষয়টি মিমাংসা হয়ে যাওয়ায় তাজকে তার ভাইয়ের জিম্মায় এবং মেয়েটিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়।