Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২৭ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২৭ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত শুক্রবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোঃ হাববুর রহমান জালাল। জেলা সেক্রেটারী কাজী ফাবাশ্বির আহমদের পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুর রহিম সাঈদ। বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান, হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা আশিকুর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুল হাসান শাহীন, হবিগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, ছাত্রমজলিস হবিগঞ্জ জেলা সাবেক সভাপতি মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ, ছাত্রনেতা এইচ.এম শাহিনুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, দেশে ধর্মীয় অনুশাসন না থাকায় এত নৈরাজ্যতা সৃষ্টি হয়েছে। আজ সততা বলতে কিছু নেই, ডিজিটালের নামে দেশে এখন চরম বেহানাপনা, বেলেল্লাপনা চলছে। সুদ, ঘুষ বলতে কিছু নেই। যে কানো মূল্যেই হোক এ অবস্থার পরিবর্তন করতে হবে, এবং এ কাজের জন্য আলেম উলামাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মায়ানমারের উপর আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করে সে দেশের মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।