Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ নাগরিক কমিটির সংবর্ধনা সভায় আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরী ॥ আশা জনকল্যাণে সরকারের পার্টনার হিসেবে কাজ করছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতিসন্তান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশ্বখ্যাত এনজিও আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরী বলেছেন, গন মানুষের সার্বিক কল্যানে আশা সরকারের সহযোগী পার্টনার হিসেবে কাজ করছে। হবিগঞ্জ থেকে উত্তান এনজিও আশা দেশ বিদেশে আর্থ মানবতার সেবায় কাজ করে পরোক্ষভাবে হবিগঞ্জবাসীর ভাবমুর্তি উজ্জল করছে। সাহস এবং মনোবল নিয়ে কাজ করলে যে কোন কাজে সফলতা পাওয়া যায়।
গতকাল ১৪ জানুয়ারী শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত আশার প্রেসিডেন্টকে দেয়া গণ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মালেক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ। আশরাফুল গণি সেতুর সঞ্চালনায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রবীন আইনজীবি এডভোকেট আবুল খায়ের, এডভোকেট সৈয়দ আফরোজ বখত, প্রফেসর মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এডভোকেট আব্দুল মোতালিব, ডাঃ জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, রোটারিয়ান এম এ রাজ্জাক, প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, আব্দুল মোতালিব মমরাজ, অধ্যক্ষ আলী আজগর, ব্যাংকার তবারক আলী লস্কর, তাজুল ইসলাম, আব্দুল বারী লস্কর, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, এডভোকেট শাহজাহান বিশ্বাস, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, আব্দুর রকিব, সিরাজুল ইসলাম চৌধূরী, আমজাদ হোসেন চৌধুরী, ফিরোজুল ইসলাম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অবসর প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ফরিদ মিয়া ও গীতা পাঠ করেন অমিয় রায়। সভার সার্বিক পরিচালনায় ছিলেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার।