Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুদিনে ঠাণ্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত এক সপ্তাহ ধরে হাওর-বাওড় ও পাহাড় ঘেরা এ জেলায় জেঁকে বসেছে শীত। দিনে রোদের দেখা মিললেও ঠাণ্ডা কমছে না। অতিরিক্ত ঠাণ্ডার কারণে পাহাড় ঘেরা চুনারুঘাট, হাওর বেষ্টিত লাখাই, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলার মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ছেন। গত দু’দিনেই বিভিন্ন স্থান থেকে শতাধিক রোগী এসে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে একশ’ শয্যার হাসপাতালে রোগী সংখ্যা এখন প্রায় তিনশ’। এ অবস্থায় স্থান সংকুলানের অভাবে বেশিরভাগ রোগীকেই হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। শিশু ওয়ার্ডে ২৫ শয্যার বিপরিতে রোগী ভর্তি আছে অর্ধশতাধিক। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় ঠাণ্ডাজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তসহ আগুনজনিত দুর্ঘটনায় শতাধিক লোক হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে কয়েকশ রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
সদর হাসাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাস জানান, শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় ঠাণ্ডাজনিত এসব রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখন সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের ব্যাপারে সচেতন পরামর্শ দেন তিনি।