Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংক্রান্তি উদযাপন করছে হবিগঞ্জ শহরের ঋষি পল্লীর বাসিন্দারা

স্টাফ রিপোর্টার ॥ পৌষ সংক্রান্তি উদযাপন করছে হবিগঞ্জ শহরের ঋষি পল্লীর বাসিন্দারা। চর্মকার, ক্ষৌরকার ও ঢোলবাদকসহ এ পল্লীর প্রতিটি পরিবারেই উদযাপিত হচ্ছে পৌষ সংক্রান্তি। ছোট এ পল্লীতে প্রায় দুইশতাধিক পরিবারের বসবাস। এখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল, উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ তেমন কোনো নাগরিক সুবিধাই নেই। শহরের শ্যামলী এলাকার ঋষি পল্লীতে গিয়ে দেখা যায়, নারীরা নানা রকমের পিঠা-পুলি তৈরিতে ব্যস্ত। তাদের কাজে সহযোগিতা করছে শিশু ও কিশোরীরা।
পল্লীর বাসিন্দা স্বদেশ ঋষি বলেন, আমরা অভাবের মধ্যে থাকলেও সবগুলো উৎসব সাধ্যমতো পালনের চেষ্টা করি। এখন পৌষ সংক্রান্তির খাবার তৈরি করছি আমরা। সাধ্যমতো সংক্রান্তির দিন সবাই আত্মীয়-স্বজনকে আপ্যায়ন করে থাকি। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা নানা রকম পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করেন।
সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই প্রতিটি পরিবারের নারীরা ব্যস্ত হয়ে পড়েন হরেক রকমের পিঠা তৈরিতে।
আর্থিক অনটনের মধ্যে থাকার পরও ধনী-গরিব সবাই সাধ্যমতো চেষ্টা করেন পৌষ সংক্রান্তি উদযাপনের।