Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জমিতে সেচ দেয়া নিয়ে বিরোধ রিচি গ্রামে সংঘর্ষে আহত শতাধিক ॥ ৯৮ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড টিয়ালসেল নিক্ষেপ

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ পানি সেচ দেয়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রায় ২ ঘন্টা হবিগঞ্জ-লাখাই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৮ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে আগামী সোমবার বেলা ২ ঘটিকায় রিচি ঈদ গায়ে শালিস অনুষ্ঠিত হবে। শালিসের পূর্বে কোন পক্ষ অন্যকোন পদক্ষেপ নিলে ১ লাখ মুছলেখা নির্ধারণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দিদার আলী মাস্টারের ভাই ইয়াদ আলী ও শামছু মিয়ার পক্ষের আব্দুল মন্নাফের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল সকাল থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষ মারমুখি অবস্থানে গেলে গ্রামের মুরুব্বীরা বিষয়টি নিষ্পত্তির জন্য এগিয়ে আসেন। এ সময় উভয় পক্ষের মুরুব্বীরা শালিসে বিষয়টি নিষ্পত্তির জন্য সম্মতি প্রদান করে। এ আশ্বাসের প্রেক্ষিতে মুরুব্বীরা চলে গেলেএবলা ১ টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক এবং ওসি তদন্ত মানিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ৯৮ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে প্রায় ২ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ও গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় সিরাজুল ইসলাম শান্ত, আনোয়ার হোসেন, সাজু মেম্বার ও কাজল মেম্বার, লুকুছ মিয়া ও তাজুল ইসলামকে সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত অবস্থায় অনু মিয়া, জুনায়েদ মিয়া, মালেক মিয়া, সামছুল মিয়া, আহাম্মদ আলী, আব্দুল মন্নাফ, ইলিয়াছ মিয়া, আনোয়ার মিয়া, হাদিস মিয়া, খালেক, শাহীন, ছালেক, জিতু মিয়া, সিজিল মিয়া, আক্তার হোসেন, তিতু মিয়া, জয়নাল আহমেদ, আলকাছ মিয়া, আব্দুল হান্নান, আবিদ মিয়া, মতলিব, বাছির, মোশারফ, জজ মিয়া, কাওছার মিয়া, মতিন মিয়া, জমসেদ, শুভ, সাহেদ, ফারুক, সামছু মিয়া, আকছির মিয়া, মিজান মিয়া, সজল মিয়া, শাহীন মিয়া, মোতালিব, ছালেহ উদ্দিন, আওয়াল ও আব্দুল জব্বারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে এসেও উভয়পক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষ বাকবিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, যে কোন পস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গ্রাম পঞ্চায়েতের মুরুব্বীদের হস্তক্ষেপে সংঘর্ষের ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে আগামী সোমবার শালিস বৈঠকের আয়োজন করা হয়েছে। শালিসের পূর্বে কোন পক্ষ অন্যকোন পদক্ষেপ গ্রহণ করলে ১ লাখ টাকা মুছলেকা নির্ধারণ করা হয়েছে। রিচি ঈদ গায়ে উক্ত শালিস অনুষ্ঠিত হবে।