Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাজ্যে দরিদ্র ও অসহায়দের সহায়তার লক্ষ্যে অনুদান সংগ্রহে আলোচনা সভা

অলিউর রহমান, লন্ডন থেকে ॥ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জনগনের এক অংশ দূর্দশাগ্রস্থভাবে জীবন যাপন করবে আরেক অংশ আরাম আয়েশে দিন কাটাবে তা হয় না। আর এ জন্যই বাংলাদেশ তথা হবিগঞ্জের শীতার্ত মানুষসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়ানো প্রয়োজন। অতীতের মতো হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এবারো হবিগঞ্জের দরিদ্র ও অসহায় মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠাই হয়েছে প্রবাসে একতাবদ্ধ হয়ে স্বদেশের মানুষের মুখে হাসি ফুটাতে। এ উপলক্ষে গত ৯ জানুয়ারী পূর্ব লন্ডনের একটি অভিজাত

রেষ্টুরেন্টের হলরুমে হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের এক অনুদান সংগ্রহ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি সংগঠক বাংলাদেশের এককালের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, গাজীউর রহমান গাজী, শহিদুল আলম চৌধুরী বাচ্চু, ব্যারিষ্টার মাহমুদুল হক মাসুম, এডভোকেট মোমিন আলী, মারুফ চৌধুরী, এ রহমান অলি, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী বাবলু, জালাল আহমেদ, ইকরামুল বর চৌধুরী উজ্জল, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক শাকিল, কাজী তাজ উদ্দিন আকমল, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, খায়ের আহমেদ, একাউনট্যান্ট ইমরুল হোসেন, কামাল চৌধুরী, সেফাজুল ইসলাম, শাজাহান কবির প্রমূখ নেতৃবৃন্দ। সভার উদেশ্য, লক্ষ্য ও করনীয় এবং বিগত দিনে হবিগঞ্জ তথা বাংলাদেশে প্রাকৃতিক দূর্যোগকালে গরীব, অসহায় মানুষের সেবায় সংগঠনের ভূমিকা ও অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন সংগঠনের সভাপতি এম এ আজিজ। তিনি ঢাকার রানা প্লাজার বিপর্যয়, উত্তরবঙ্গে বন্যাপীরিত মানুষের মাঝে ত্রান বিতরন, হবিগঞ্জে বিনামূল্যে গরীব অসহায় মানুষের চক্ষু ছানী অপারেশন, মেধাবী গবীর কলেজ ছাত্রীর চক্ষু অপারেশনসহ আর্থিক অনুদান এবং এতিম খানাসমূহে আর্থিক অনুদান, আঞ্জমানে মফিদূল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, গরীব দূর্দশাগ্রস্থদের মাঝে শীতবস্ত্র বিতরনে সংগঠনের সকল নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের মানবিক অবদানের কথা উল্লেখ করেন। একই সাথে ২০১৭ নতুন বছরের শুরুতেই দেশে শীতবস্ত্র বিতরনের কর্মসুচী হাতে নেয়া হয়েছে। সবাইকে গরীব অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় শীতবস্ত্র বিতরনের সংগৃহীত অনুদান হবিগঞ্জের পাহাড়ী এলাকা তথা চুনারুঘাট ও বাহুবল এলাকার চা বাগানের গরীব ও অসহায় শ্রমিকদের মাঝে এবং উত্তরবঙ্গের কুড়িগ্রাম এলাকার শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য বিগত আরেকটি অনুদান সংগ্রহ অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম উপস্থিত ছিলেন, তিনি আর্তমানবতার সেবায় হবিগঞ্জ ওয়েলফেয়ারের প্রশংসনীয় ভূমিকা ও অবদানের প্রশংসা করে গরীব ও অসহায়দের পাশে সাহায্যের হাত প্রসারিত করে যাবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন । এবং হবিগঞ্জে প্রশাসনিক বা প্রবাসীদের প্রয়োজনে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্র“তি দেন। তিনি সংগঠনের সকল কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। এতে উপস্থিত ছিলেন লাগবরার কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম।