Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুড়ারবন্দে ১২০ আউলিয়ার ৩দিন ব্যাপী বাৎসরিক ওরস শুরু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দস্থ হযরত সৈয়দ নাসির উদ্দিন (রাঃ) সহ ১২০ আউলিয়ার ৩দিন ব্যাপী বাৎসরিক ৬৯৬তম ওরস আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে শত শত কাফেলা ও দোকান পাট বসেছে। দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ জড়ো হচ্ছেন মুড়ারবন্দ দরবার শরীফে। আজ শুক্রবার সকালে মাজারে গিলাপ ছড়ানোর মাধ্যমে শুরু হবে ওরসের আনুষ্ঠানিকতা। ইতিমধ্যে নিরাপত্তা রক্ষায় মাজার কমিটির উদ্যোগে মাজারের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। মোতায়ন করা হয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্য। আগামী রবিবার রাত ১২টা ১মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে উক্ত ওরসের সম্পন্ন হবে।
মাজারের মোতাওয়াল্লী পীরে তরিকত সৈয়দ সফিক আহমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ কবীর আগমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ মানিক শাহ চিশতী, পীরে তরিকত সৈয়দ ইউনূছ শাহ চিশতী, পীরে তরিকত নজরুল আহমেদ চিশতী, পীরে তরিকত সোহেল শাহ চিশতী, সৈয়দ তানভীর আফসর, সৈয়দ নেছার আহমেদ, পীরে তরিকত সৈয়দ যুবরাজ শাহ চিশতী, পীরে তরিকত সৈয়দ শাহ নেওয়াজ চিশতী, পীরে তরিকত সৈয়দ শাহ আলম চিশতী, পীরে তরিকত সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, পীরে তরিকত সৈয়দ দুদু মিয়া চিশতী, সৈয়দ আলমগীর হোসেন চিশতী, পীরে তরিকত শাহ গিয়াস উদ্দিন মাসুম চিশতী জানান, ৩দিন ব্যাপী ওরসে লাখ লাখ আশেকান-জাকেরান, মুরিদ ও ভক্তবৃন্দ আসবেন। ওরস সুন্দর ও সফলভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।