Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদালতে গউছ ও আরিফের হাজিরা ॥ কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারো পিছিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাক্ষী হাজির না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। গতকাল বুধবার দুপুরে শুনানি শেষে আগামী ১৮ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। আদালতের পিপি কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার কোনো সাক্ষী না থাকায় বিচারক শুনানি শেষে ১৮ জানুয়ারি (বুধবার) পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। তবে সদ্য জামিনে মুক্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র আলহাজ্ব জি কে গউছ আদালতে হাজিরা দিয়েছেন। গত ৪ জানুয়ারী আরিফ ও গউছ কারাগার থেকে জামিনে মুক্তি পান। কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামি হওয়ায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করেন আরিফুল হক। এর পর থেকে কারাগারে ছিলেন তিনি। কিবরিয়া হত্যা মামলার পর এ ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায়ও অভিযুক্ত হন আরিফ ও গউছ। এরপর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলা মামলায়ও তাদের অভিযুক্ত করা হয়। মামলাগুলোতে এখন জামিনে রয়েছেন তারা।