Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাজ সাজ রবে মেতে ওঠছে মুড়ারবন্দের বার্ষিক ওরশ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে ৩দিন ব্যাপী ওরশ মোবারক শুরু হতে যাচ্ছে। আগামী ১৩-১৫ জানুয়ারি উপজেলার ঐতিহাসিক দরবার শরীফ ও হযরত নাছির উদ্দিন সিপাহশালাসহ ১২০ জন আউলিয়ার ৬৯৬তম বাৎসরিক ওরশ মোবারক ও মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সাজ সাজ রবে মেতে ওঠছে মুড়ারবন্দের মাজারের আশ-পাশ। ইতোমধ্যে নিরাপত্তা রক্ষায় মাজার কমিটির উদ্যোগে মাজারের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। প্রশাসনিক নিরাপত্তায় চুনারুঘাট থানা পুলিশ ১৩ জানুয়ারি থেকেই মাজারে অবস্থান নেবে। এছাড়াও নিয়ম শৃংখলা বজায় রাখতে আলাদা তিনটি কমিটি যথাক্রমে ওরশ, মেলা ও গাড়ী পার্কিং কমিটি গঠন করা হয়েছে। দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তি জানান, ৬৯৬ তম ওরশ মোবারক ১৩ জানুয়ারি শুক্রবার সকালে গিলাপ চড়ানোর মাধ্যমে শুরু এবং ১৫ জানুয়ারি রোববার রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।