Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরীর উদ্যোগে বাহুবলে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাহুবল প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরী’র উদ্যোগে বাহুবলে এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে এমপি কেয়া চৌধুরীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলিফ সোবহান চৌধুরী কলেজের শিক্ষকগণ, গভর্নিং বডির সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আওয়ামীলীগ পরিবার ও শব্দকরসহ বিভিন্ন সংগঠনের সাথে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রধান অতিথি এমপি কেয়া চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধু’র আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু’র রাজনৈতিক আদর্শকে ধারণ করে রাজনীতি করে যেতে চাই। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার দেশের জীবনত্যাগী, দেশের বীরসন্তান মুক্তিযোদ্ধাদের। যাদের ত্যাগে এ দেশ, এ মাটি আজ স্বাধীন।
তিনি বলেন, বাহুবলের মাটিতে বঙ্গবন্ধু’র মুর‌্যাল (প্রতিকৃতি) স্থাপন করতে পেরে নিজেকে গর্ববোধ করছি। বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর স্পেশাল বরাদ্দ হতে হবিগঞ্জ জেলার মধ্যে একটি বড় শহীদ মিনার আলিফ সোবহান কলেজ ক্যাম্পাসে স্থাপন করতে পেরেছি। আমি উন্নয়নের রাজনীতি করি। আমি জনগণের উন্নয়ন করতে চাই। এক পর্যায়ে এমপি কেয়া চৌধুরী কেটে খাওয়া মানুষদের নিয়ে কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী নেতা ইব্রাহিম মুন্সী, উপজেলা আওয়ালীগ সহ-সভাপতি আস্কর আলী, মিরপুর ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীসহ মুক্তিযোদ্ধা নেতবৃন্দ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক আপ্তাব উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, কলেজের অধ্যাপক মো: আইয়ূব আলী, অধ্যাপক সাদিকুর রহমান, শিক্ষক এম সামছুদ্দিনসহ আরও অনেকে। সভায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ স্বরচিত কবিতা পাঠ করেন আব্দুল কাদির চৌধুরী বাবুল।